প্রচ্ছদ বিশেষ খবর ভারতে করোনায় নতুন আক্রান্ত ৩৮৭৭২, মৃত্যু ৪৪৩

ভারতে করোনায় নতুন আক্রান্ত ৩৮৭৭২, মৃত্যু ৪৪৩

0
করোনা সংক্রমণ

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৭২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৯৪ লাখ ৩১ হাজার ৬৯১ জন।

এই সময়ে মারা গেছেন ৪৪৩ জন। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত ভারতে ১ লাখ ৩৭ হাজার ১৩৯ জন রোগীর মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৩৩৩ জন। এ নিয়ে মোট ৮৮ লাখ ৪৭ হাজার ৬০০ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।

সোমবার (৩০ নভেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

ভারতে মোট মৃত্যুর এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রে। রাজ্যটিতে এ পর্যন্ত ৪৭ হাজার ৭১ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটক এবং তামিলনাড়ুতে তা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। দিল্লিতে ৯ হাজার ৬৬, পশ্চিমবঙ্গে ৮ হাজার ৩৭৬, উত্তরপ্রদেশে ৭ হাজার ৭৪২ ও অন্ধ্রপ্রদেশে ৬ হাজার ৯৮৮ জন মারা গেছেন।

এ ছাড়া পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থানেও মোট মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version