জনতা ব্যাংক পিএলসি-এর ময়মনসিংহ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন গত ২৯ নভেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। এ সময় ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ ফারজানা খালেকের সভাপতিত্বে ডিএমডি এন্ড সিএফও মোঃ নুরুল আলম (এফসিএমএ, এফসিএ) ও ক্রেডিট এন্ড এইচআর ডিভিশনের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ব্যাংকের ব্যবসায়িক সূচকের বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জন, শ্রেণীকৃত ঋণ আদায় এবং সিএমএসএমই ঋণ প্রদানসহ অন্যান্য ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে ঋণের প্রবাহ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।