প্রচ্ছদ শিল্প বানিজ্য অর্থনীতি মহামারিতে দেশের প্রায় ২২ লাখ মানুষ কর্মহীন হয়েছে: ঢাকা চেম্বার সভাপতি

মহামারিতে দেশের প্রায় ২২ লাখ মানুষ কর্মহীন হয়েছে: ঢাকা চেম্বার সভাপতি

0
কর্মহীন মানুষ

করোনা মহামারিতে দেশের প্রায় ২২ লাখ মানুষ কর্মহীন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রহমান। আজ শনিবার ডিসিসিআই আয়োজিত একটি ওয়েবিনারে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ অত্যন্ত চ্যালেঞ্জিং সময় পার করছে। বিশ্বজুড়ে করোনা সংক্রমণের কারণে সামগ্রিক অর্থনীতি সংকটের মুখে পড়েছে। এ সময়ে দারিদ্র্যের হার নয় শতাংশ থেকে বেড়ে ৩০ শতাংশে দাঁড়িয়েছে।’

ডিসিসিআই আয়োজিত ‘দ্বি-বার্ষিক অর্থনৈতিক অবস্থা ও বাংলাদেশ অর্থনীতি-বেসরকারি খাতের দৃষ্টিভঙ্গির ভবিষ্যৎ অবস্থান’ শীর্ষক এ ওয়েবিনারে রিজওয়ান রহমান মূল গবেষণাপত্র উপস্থাপন করেন।

‘অর্থনৈতিক পুনরুদ্ধারই এখন একমাত্র লক্ষ্য’ জানিয়ে তিনি বলেন, ‘২০২৬ সালে বাংলাদেশ এলডিসি অর্জন করতে চলেছে। এর প্রস্তুতির জন্য হাতে আছে মাত্র পাঁচ বছর।’

‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নীত হওয়ায়, বাংলাদেশ চার থেকে ছয় বিলিয়ন ডলার রপ্তানি আয় হারাতে পারে,’ যোগ করেন তিনি।

অভ্যন্তরীণ রাজস্ব উৎপাদন বাড়াতে কর, ভ্যাট, শুল্ক মূল্যায়ন, রিটার্ন এবং ঋণের সম্পূর্ণ অটোমেশন ব্যবস্থা চালুর পরামর্শ দেন তিনি।

মুদ্রানীতি সম্পর্কে তিনি বলেন, ‘ঋণ পরিশোধ এবং জামানতের শিথিল শর্তাবলী বেসরকারি খাত থেকে ঋণের চাহিদা বাড়াতে সহায়তা করবে।’

করোনা মহামারি – ‘এ পরিস্থিতিতে দেশের কুটির, ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে’ উল্লেখ করে সিএমএসএমইকে টিকিয়ে রাখার জন্য তিনি জামানতমুক্ত নগদ ঋণ, একটি বিস্তর নীতিকাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস ও অন্তত তিন বছর ঋণ পরিশোধ স্থগিত রাখার পরামর্শ দেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version