ব্যাংকিং সেবার বাইরে থাকা দেশের বিপুল সংখ্যক মাদ্রাসা শিক্ষার্থীদের আর্থিকখাতে অর্ন্তভুক্তির লক্ষ্যে বাংলাদেশে সর্বপ্রথম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি চালু করেছে মুদারাবা মাদ্রাসা সঞ্চয়ী হিসাব ‘তিলমিয’ । মাত্র একশত টাকা প্রাথমিক জমা দিয়েই যে কোন মাদ্রাসা শিক্ষার্থী এ হিসাব খুলে উপভোগ করতে পারবেন শরীয়াহভিত্তিক ব্যাংকের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা। ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা তাদের অভিভাবকের মাধ্যমে তিলমিয হিসাব পরিচালনা করতে পারবেন। তবে ১৮ বছর পূর্ণ হলে নিজেরাই সরাসরি লেনদেন করতে পারবেন এ হিসাবে। শিক্ষার্থীদের জন্য এই ব্যাংকিং সেবা গ্রহণে কোন ধরণের চার্জ প্রদান করতে হয় না। সরকারি স্কলারশিপ ও গিফটের টাকা গ্রহণ করা যাবে এই হিসাবে।
এ সেবা প্রসঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া বলেন, মানুষের মাঝে নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা তৈরিতে মাদ্রাসা শিক্ষার ব্যাপক ভূমিকা রয়েছে। এছাড়া দেশের ইসলামী শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরিতে মাদ্রাসা শিক্ষার্থীগন অবদান রাখছেন। ইসলামে সুদ নিষিদ্ধ হওয়ার কারণে মাদ্রাসা শিক্ষার্থীরা প্রচলিত ব্যাংক সেবা গ্রহণে আগ্রহী নয়। এই শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তিতে বিশেষ গুরুত্ব প্রদানে ঘাটতি ছিল। তাঁরা ব্যাংকখাতের বাইরে বিভিন্ন অপ্রাতিষ্ঠানিকভাবে অর্থ সঞ্চয় করত। শিক্ষার্থীদের ক্ষুদ্র এই আমানত মূল আর্থিকধারায় অন্তর্ভুক্তি করার লক্ষ্যে চালু করা হয়েছে এই ‘তিলমিয’ হিসাব। ইতোমধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাথে ২০ হাজার মাদ্রাসা শিক্ষার্থী যুক্ত হয়েছেন। বছর শেষে ২ লক্ষাধিক মাদ্রাসার শিক্ষার্থীকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা গ্রহণ করেছি। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পাশাপাশি মাদ্রাসা পড়ুয়াদের আমরা আর্থিক সচেতনা প্রদান করছি যাতে আলেম হওয়ার পাশাপাশি তারা কর্মজীবনে স্বাবলম্বী ও সফল হতে পারে।
তিলমিয অ্যাকউন্ট এর সাথে বিনামূল্যে চেক বই ও আকর্ষণীয় ডেবিট কার্ড প্রদান করা হয়। এফএসআইবি ক্লাউড ডিজিটাল ব্যাংকিং সেবা উন্মুক্ত রয়েছে এই হিসাবে বিপরীতে। কোন ধরণের রক্ষণাবেক্ষণ ফি প্রদান করতে হয় না। এছাড়াও এসএমএস এলার্ট প্রদান করা হয় বিনামূল্যে। জমা টাকা উপর প্রদান করা হয় আকর্ষণীয় মুনাফা। অর্থের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে হিসাব পরিচালনায় অনুসরণ করা হয় বাংলাদেশ ব্যাংকের সকল নির্দেশনা।