বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনেটলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর উদ্যোগে লিড ব্যাংক পদ্ধতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নেতৃত্বে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা ৩০ অক্টোবর ২০২১ শনিবার গাজীপুরের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বিএফআইইউ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার একেএম নুরুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী, বিএফআইইউ’র জয়েন্ট ডাইরেক্টর মোহাম্মদ শফিকুল ইমদাদ, মোঃ আল আমিন রিয়াদ, ও মোহাম্মদ ইসমাইল প্রধান। ইসলামী ব্যাংকের গাজিপুর সদর শাখা প্রধান হাসান মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিক্যামেলকো মুহাম্মদ গোলাম রাব্বানী। গাজীপুর জেলায় কার্যরত সকল তফসিলী ব্যাংকের ৬৮ জন কর্মকর্তা দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন।