প্রচ্ছদ কর্পোরেট সংবাদ মার্কেন্টাইল ব্যাংকের ট্রেইনি অ্যাসিসটেন্ট অফিসারদের দ্বিতীয় ধাপের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

মার্কেন্টাইল ব্যাংকের ট্রেইনি অ্যাসিসটেন্ট অফিসারদের দ্বিতীয় ধাপের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

0
মার্কেন্টাইল ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় ধাপের ট্রেইনি অ্যাসিসটেন্ট অফিসারদের দুই সপ্তাহ মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ সম্প্রতি শুরু হয়েছে। প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখার ৪০ জন কর্মকর্তা অংশ নেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান কোর্সের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ও গাইডলাইন্সের আলোকে দৈনন্দিন কার্য সম্পাদনের পাশাপাশি গ্রাহক সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হওয়ার জন্য অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশ দেন।

এছাড়া, সততা এবং নৈতিকতার সাথে দৈনন্দিন দায়িত্ব পালনের জন্যও তিনি অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি একটি সেশন পরিচালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিক ও অনুষদ সদস্য শাহীন আক্তার উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version