প্রচ্ছদ কর্পোরেট সংবাদ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ এন্ড ট্রেনিং স্কুলের সাথে পে-রোল...

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ এন্ড ট্রেনিং স্কুলের সাথে পে-রোল ব্যাংকিং পরিষেবার জন্য চুক্তি স্বাক্ষর

0
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ এন্ড ট্রেনিং স্কুল (এমএডব্লিউটিএস)-এর সাথে তাদের কর্মীদের পে-রোল ব্যাংকিং সেবা প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকায় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা বিষয়ক চুক্তিটি স্বাক্ষরিত হয় যেখানে চুক্তি বিনিময় করেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং, মোঃ শাফকাত হোসেন এবং মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ এন্ড ট্রেনিং স্কুল (এমএডব্লিউটিএস)-এর পরিচালক, জেমস গোমেজ। এমটিবি এই অনাড়ম্বর অনুষ্ঠানটি আয়োজন করে ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব রিটেইল সেগমেন্ট এন্ড স্ট্র্যাটেজি, তাহসিন তাহের, হেড অব পে-রোল ব্যাংকিং, রশিদ আহমেদ বিন ওয়ালী, শাখা ব্যবস্থাপক, মোঃ আহসানুল বাক্কি খায়রুজ্জামান এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, তানজিনা আলীসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version