প্রচ্ছদ কর্পোরেট সংবাদ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর মাদারিপুর শাখা স্থানান্তর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর মাদারিপুর শাখা স্থানান্তর

0

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি) সম্প্রতি তাদের মাদারিপুর শাখা, মাদারিপুরের পুরান বাজারে অবস্থিত মেলবোর্ন প্লাজা, মেইন রোডে স্থানান্তরিত করেছে। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, প্রধান অতিথি হিসেবে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সদ্য স্থানান্তরিত শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়াও এই অনুষ্ঠানে সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট ও মোহাম্মদ আব্দুস সালাম, শাখা ব্যবস্থাপক, মাদারিপুর শাখা, এমটিবি এবং হাফিজুর রহমান খান, প্রেসিডেন্ট মাদারিপুর চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রী, জাহিদুল ইসলাম মোল্লা, ডিজিএম, সোনালি ব্যাংক লিমিটেড, প্রিন্সিপ্যাল অফিস, মাদারিপুর সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, এমটিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version