জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপন করলো এক্সিম ব্যাংক। আজ (১৮ মার্চ ২০২০) ব্যাংকের প্রধান কার্যালয় ও সংলগ্ন কর্পোরেট শাখার সকল নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় মুজিব জন্মশতবর্ষের টি-শার্ট পরে সারিবদ্ধভাবে অবস্থান গ্রহণ করেন এবং সকাল ১০টা থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত মুজিববর্ষের লোগো সম্বলিত পতাকা নেড়ে মুজিববর্ষ উদযাপন করেন।
এ আয়োজনে ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া অংশগ্রহণ করেন। এই কর্মসূচি শেষে মুজিববর্ষের লোগো সম্বলিত কেক কাটা হয়।
জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাংকের এ আয়োজন সম্পর্কে এ সময় মোঃ নজরুল ইসলাম মজুমদার বলেন, জাতি হিসেবে বঙ্গবন্ধুর কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। তিনি এ দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং তাঁরই সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এ দেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে ব্যাংকিংখাতের মাধ্যমে শিল্পায়ন ও লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আজ তাই এক্সিম ব্যাংকসহ সারাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, সব যায়গাতেই ব্যাংকাররা স্বতঃস্ফূর্তভাবে এই মহামানবের জন্মশতবর্ষ উদযাপন করছে। এ ছাড়াও মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে প্রতিটি ব্যাংকে মুজিব কর্নারও স্থাপন করা হয়েছে বলে তিনি জানান।