প্রচ্ছদ ব্যাংক-বিমা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ম্যানচেস্টার, যুক্তরাজ্যে বিএসইসি কর্তৃক আয়োজিত “বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১ “বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ...

ম্যানচেস্টার, যুক্তরাজ্যে বিএসইসি কর্তৃক আয়োজিত “বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১ “বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ” এর স্পন্সর হল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

0
ইসিবি, ইসভেস্টমেন্ট সামিট

৪ নভেম্বর ২০২১ এবং ৮ নভেম্বর ২০২১ এ লন্ডন এবং ম্যানচেস্টার, যুক্তরাজ্যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দ্বারা আয়োজিত “বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ” এর গর্বিত স্পনসর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ৮ নভেম্বর ২০২১ তারিখে ম্যানচেস্টার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুজ্জামান চৌধুরী, এমপি, মাননীয় ভূমিমন্ত্রী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান এমপি; বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান জনাব মো: সিরাজুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

এর আগে,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ নভেম্বর ২০২১ তারিখে লন্ডন অধিবেশনের প্রধান অতিথি ছিলেন। তার সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ড. এ কে আব্দুল মোনেম, এমপি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, জনাব সাইফুজ্জামান চৌধুরী, এমপি, মাননীয় ভূমিমন্ত্রী, জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং জনাব আনিসুজ্জামান চৌধুরী, চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
উভয় দেশের অনেক সম্মানিত ও বিশিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার উপস্থিতিতে শীর্ষ সম্মেলনটি আয়োজিত হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version