মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি.।দিবসটি পালনের কর্মসূচির অংশ হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি.’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে রাত ১২টা ১ মিনিটে অগ্রণী ব্যাংক ভবনের সামনে স্থাপিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।পরবর্তীতে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, মো. আবুল বাশার, মহাব্যবস্থাপক সহ অন্যান্য নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ,কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান কার্যালয়ের বাইরে বিভাগীয় এবং জেলা-উপজেলা পর্যায়ে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসি.’র শাখা ও কার্যালয়সমূহ সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ এর কর্মসূচিতে অংশগ্রহণ করে।