যমুনা ব্যাংক পিএলসি এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হলো সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস এর উপর এক বিশেষ সেমিনার। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। ব্যাংকের সাইবার অ্যাওয়ারনেস ও প্রস্তুতির উপর বিস্তারিত আলোকপাত করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও সিস্টেম এনালিস্ট জনাব এস এম তোফায়েল আহমেদ। এছাড়াও সেমিনারে ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখেন এপনিকের নির্বাহী কমিটির সদস্য জনাব সুমন আহমেদ সাবির। এ সময় ব্যাংকের বিভাগীয় প্রধানগণ সহ ব্যাংকের CIRT সদস্য, শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীগণ ভার্চুয়াল প্লাটফর্মের দ্বারা সেমিনারে অংশগ্রহণ করেন। বক্তাগণ সাইবার নিরাপত্তা যথাযথভাবে অবলম্বনের গুরুত্ব ব্যাখ্যার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীগণকে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্লেষণধর্মী পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য যে, বর্তমান বিশ্বের সাইবার আক্রমণ ও ঝুঁকির পরিপ্রেক্ষিতে কর্মচারীদের মধ্যে সাইবার সচেতনতা বাড়াতে যমুনা ব্যাংক পিএলসি এ বছরের অক্টোবর মাসব্যাপী সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস কর্মসূচী পালন করছে।