প্রচ্ছদ কর্পোরেট সংবাদ যমুনা ব্যাংক লিমিটেড-এর নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক

যমুনা ব্যাংক লিমিটেড-এর নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক

0

জনাব নুর মোহাম্মদ ০১ নভেম্বর ২০২০, যমুনা ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহনকারী জনাব মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইনান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। বিগত ২২ বছর যাবত জনাব মোহাম্মদ অত্যন্ত নিষ্ঠার সাথে কর্পোরেট ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজম্যান্ট এবং ব্রাঞ্চ ব্যাংকিং পরিচালনা করে আসছেন। ১৯৯৮ সালে তিনি ইষ্টার্ন ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসাবে ব্যাকিং কর্মজীবন শুরু করেন এবং ২০০৪ সালে ওয়ান ব্যাংকে যোগদান করে পি্িরন্সপাল শাখাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এ যোগদান করেন। যমুনা ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং কর্পোরেট বিজনেসের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ব্যাংক ম্যানেজমেন্ট এর উপর দেশ ও বিদেশে প্রচুর প্রশিক্ষণ গ্রহণ করার পাশাপাশি ব্যাংকিং অপারেশনস ও পরিচালন বিষয়ে সুবিশাল অভিজ্ঞতা রয়েছে ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version