এ.কে.এম. আতিকুর রহমান ০১ জুন ২০২১, যমুনা ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহনকারী জনাব আতিকুর রহমান আমেরিকার ইন্ডিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে Computer Science-এ স্নাতক ডিগ্রী অর্জন করেন এবং পরবর্তীতে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। জনাব রহমানের প্রায় ২৫ বছরের ব্যাংকিং এর অভিজ্ঞতা রয়েছে বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে তার অবদান উল্লেখযোগ্য। তিনি আমেরিকার জনসন এন্ড জনসন এর সহযোগী প্রতিষ্ঠান Pitman moore- এ সিনিয়র প্রোগ্রামার হিসেবে কর্মজীবন শুরু করেন পরবর্তীতে ১৯৯৬ সালে দেশে এসে পূবালী ব্যাংকের আইটি ডিভিশনে সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যমুনা ব্যাংকে যোগদানের পূর্বে তিনি মার্কেন্টাইল ব্যাংকের এসইভিপি এবং IT ডিভিশনের প্রধান কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও সেখানে তিনি প্রধান ঝুঁকি কর্মকর্তা হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগকেও অত্যন্ত সফলতার সহিত পরিচালনা করেছিলেন। তিনি দেশ বিদেশে অনেক প্রশিক্ষণ গ্রহণ ও বিভিন্ন কর্মশালায় অংশগ্রহন করেছেন।