যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় আরও ১৭ হাজার ২৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ২৩ হাজার ২৪২ জন। রবিবার প্রকাশিত তথ্য-উপাত্ত থেকে এ কথা জানা গেছে।
একই সময়ে দেশটিতে করোনায় আরও ২৩১ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ২৪৫ জন।
এদিকে ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় নটিংহাম সিটিতে বড়ো দিনকে সামনে রেখে অতিরিক্ত ভীড় এড়াতে মেলোর্স গ্রুপের একটি মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে। ওই এলাকায় তৃতীয় ধাপের নিষেধাজ্ঞা চলছে। এ ছাড়া লন্ডনের কেন্দ্রস্থলে বিখ্যাত হ্যারডস ডিপার্টমেন্টাল স্টোর এর সামনে প্রচন্ড ভিড়ে করোনার নিয়ম ভাঙায় চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
করোনা নিয়ন্ত্রণে ইংল্যান্ডে বর্তমানে তিন স্তর বিশিষ্ট নিষেধাজ্ঞা চলছে। এর আগে মাসব্যাপী চলা লকডাউন ২ ডিসেম্বর শেষ হয়েছে। লন্ডন দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
নতুন নিয়মে দোকান পাট পুনরায় খোলার অনুমতি দেয়া হয়েছে। কিন্তু তৃতীয় স্তরের নিষেধাজ্ঞা যেখানে রয়েছে সেখানে বার ও রেস্টুরেন্ট বন্ধ রয়েছে।