প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম যুক্তরাজ্য থেকে আসা ফ্লাইটের ২৮ জন করোনা ‘পজিটিভ’

যুক্তরাজ্য থেকে আসা ফ্লাইটের ২৮ জন করোনা ‘পজিটিভ’

0

যুক্তরাজ্য থেকে সিলেট আসা ১৫৭ জন যাত্রীর মধ্যে ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। সোমবার (২৫ জানুয়ারি) রাতে এ তথ্য পাওয়া গেছে। গত ২১ জানুয়ারি এ যাত্রীরা সিলেটে ফেরেন।

জানা গেছে, শহরের বিভিন্ন হোটেলে চার দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন সিলেট ফেরত এসব যাত্রী। গত রোববার তাদের কাছ থেকে নমুনা নেওয়া হয়। গতকাল সোমবার রাতে ২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের এসব তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের খাদিমনগর ৩১ শয্যা হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেওয়া হয়েছে।

গত ২১ জানুয়ারি বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০২ এ ১৫৭ জন যাত্রী যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে তাদের চার দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়া হয়। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৫ জন হোটেল নূরজাহানে, পাঁচজন হোটেল ব্রিটানিয়ায়, চারজন হোটেল হলিগেইটে, তিনজন হোটেল লা রোজে এবং একজন হোটেল হলি সাইডে ছিলেন।

গতকাল সোমবারও যুক্তরাজ্য থেকে সিলেট এসেছেন ১৪৩ জন যাত্রী। তাদেরও বিভিন্ন হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version