প্রচ্ছদ বিশেষ খবর যুক্তরাষ্ট্রে একদিনে আরও ১২১৬ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রে একদিনে আরও ১২১৬ জনের প্রাণহানি

0
একদিনে মৃত্যু

প্রাণঘাতী করোনার অব্যাহত তাণ্ডবে নতুন করে আরও ১২শর বেশি মার্কিনির প্রাণহানি ঘটেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে আজ। একই সঙ্গে আরও প্রায় দেড় লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪৩ হাজার ৩৭৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৩৬ লাখ ১০ হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২১৬ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৭২ হাজার ২৫৪ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন প্রায় ৯৬ হাজার ভুক্তভোগী। এতে সুস্থতার সংখ্যা ৮০ লাখ ৪১ হাজার ২৩৯ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এর পর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৪২ হাজার প্রায়। যেখানে প্রাণহানি ঘটেছে ২১ হাজার ৯১৮ জনের। ক্যালিফোর্নিয়ায় সংক্রমিতের সংখ্যা ১২ লাখ ২ হাজারের কাছাকাছি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ হাজার ১৩১ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৯ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যে সেখানে ১৮ হাজার ৪৪২ জনের প্রাণহানি ঘটেছে।

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৭ লাখ ১৩ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১২ হাজার ৮৩৮ জন। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৬ লাখ ৭২ হাজারের বেশি। এর মধ্যে না ফেরার দেশে ৩৪ হাজার ৪৭৩ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ ঝরেছে ৯ হাজার ৪২৪ জনের।

নিউ জার্সিতে করোনার শিকার ৩ লাখ ৩৭ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ১১৩ জনের।

এ ছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, পেনসিলভেনিয়া, মিশিগানের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version