প্রচ্ছদ কর্পোরেট সংবাদ রপ্তানীমুখী শিল্পপ্রতিষ্ঠানের প্রযুক্তিগত উন্নয়নের লক্ষে বাংলাদেশ ব্যাংকের সাথে এক্সিম ব্যাংকের চুক্তি স্বাক্ষর

রপ্তানীমুখী শিল্পপ্রতিষ্ঠানের প্রযুক্তিগত উন্নয়নের লক্ষে বাংলাদেশ ব্যাংকের সাথে এক্সিম ব্যাংকের চুক্তি স্বাক্ষর

0

টেকনোলজি ডেভেলপমেন্ট আপগ্রেডেশন ফান্ড এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সাথে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

সম্প্রতি (২৫ ফেব্রুয়ারি ২০২১) বাংলাদেশ ব্যাংকের আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক খোন্দকার মোরশেদ মিল্লাত এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। উল্লেখ্য, এই চুক্তির ফলে এক্সিম ব্যাংক রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের প্রযুক্তিগত আধুনিকায়ন ও উন্নয়ন সাধনের লক্ষে যন্ত্রাংশ ও প্রযুক্তিপণ্য ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশি টাকায় প্রদত্ত মেয়াদি ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংক থেকে পুন-অর্থায়ন সুবিধা পাবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version