প্রচ্ছদ কর্পোরেট সংবাদ রাজধানীর ধানমন্ডিতে এক্সিম ব্যাংকের ১৩১তম শাখার উদ্বোধন

রাজধানীর ধানমন্ডিতে এক্সিম ব্যাংকের ১৩১তম শাখার উদ্বোধন

0

রাজধানীর পশ্চিম ধানমন্ডিতে ১৩১তম শাখা “মহিলা শাখার” উদ্বোধন করল এক্সিম ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ (ফেব্রুয়ারী ২২, ২০২০) আনুষ্ঠানিকভাবে এই শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফিরোজ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া সকল ভাষা শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শুরু করেন। এক্সিম ব্যাংকের প্রতিটি শাখায় মুজিব কর্নার স্থাপনের কথাও উল্লেখ করেন। তিনি এক্সিম ব্যাংকের দৃঢ় আর্থিক অবস্থান ও সিএসআরের অবদান তুলে ধরেন এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এক্সিম ব্যাংকের শরীয়াহভিত্তিক কল্যাণমূখী ব্যাংকিংয়ের অংশীদার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version