নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার লাভ করায় দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে অনাহারে অর্ধাহারে দিনযাপন করছে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকার কর্মহীন শ্রমজীবী ও অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ১৭ জুন ২০২১ইং তারিখে রাজধানী ভাটারার নি¤œ অঞ্চলের কর্মহীন শ্রমজীবী ও অসহায় মানুষের মধ্যে ডিএমপি গুলশান জোনের সার্বিক সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ঢাকা মেট্টোপলিটন পুলিশ এর গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার জনাব সুদীপ কুমার চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, ঢাকা মেট্টোপলিটন পুলিশ এর গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সৈয়দ মামুন মোস্তফা, শাহ্জালাল ইসলামী ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা এবং ডিএনসিসি ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব শফিকুল ইসলাম বাছেক-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতি পরিবার-কে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবণ এবং ১ পিস সাবান বিতরণ করা হয়েছে। যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।