প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম রাজশাহীতে প্রশিক্ষণ বিমান (এস২ এএফকে) দুর্ঘটনার শিকার

রাজশাহীতে প্রশিক্ষণ বিমান (এস২ এএফকে) দুর্ঘটনার শিকার

0

রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। শনিবার (৯ জানুয়ারি) দুপুরে অবতরণের সময় চাকা ফেটে গিয়ে দুর্ঘটনায় পড়ে বিমানটি।

জানা গেছে, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান (এস২ এএফকে) উত্তর দিক থেকে অবতরণ করার সময় রানওয়ের মাঝামাঝি স্থানে পেছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়। পুনরায় আকাশে ওড়ার চেষ্টা করলে হুমড়ি খেয়ে সামনের বড় চাকাটি গোড়া থেকে ভেঙে যায়।

দুর্ঘটনার সময় বিমানটিতে গ্লাক্সি ফ্লাইং একাডেমির চিপ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান চালক হিসেবে ছিলেন। এ ছাড়া তার সঙ্গে প্রশিক্ষণার্থী রায়হান গফুরসহ দুজন অবস্থান করছিলেন। বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই তারা তিনজনই অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version