প্রচ্ছদ অন্যান্য লঘুচাপ সৃষ্টির শঙ্কা বঙ্গোপসাগরে

লঘুচাপ সৃষ্টির শঙ্কা বঙ্গোপসাগরে

0
সতর্কতা সংকেত

লঘুচাপ সৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন দিনে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় লঘুচাপ সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। লঘুচাপের বাড়তি অংশটি উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানানো হয়েছে। তবে এটি শেষ পর্যন্ত নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টা আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

প্রসঙ্গত, এর আগেও চলতি মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। রোববার দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি তামিলনাডু উপকূলীয় এলাকায় পৌঁছে সেটি দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়ে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version