করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটেও ফ্লাইট পরিচালনা বন্ধ ঘোষণা করেছে। শুক্রবার (২৭ মার্চ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ৩০ মার্চ থেকে এক সপ্তাহ এই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। আগামী ২৯ মার্চ ঢাকা থেকে এ দুটি গন্তব্যে ফ্লাইট যাবে এবং পরদিন ফেরত আসবে। এরপর স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে।
ফলে রাষ্ট্রয়াত্ত এই উড়োজাহাজ সংস্থার ফ্লাইট অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সবকটিতেই ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে।