প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম শাহজালালে বিমানের ফ্লাইট থেকে ৬৮টি স্বর্ণের বার উদ্ধার

শাহজালালে বিমানের ফ্লাইট থেকে ৬৮টি স্বর্ণের বার উদ্ধার

0
স্বর্ণের বারসহ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় আট কেজি ওজনের ৬৮টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ স্বর্ণগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি কাস্টমস গোয়েন্দারা।

কাস্টমস শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কঠোর নজরদারি শুরু করেন কাস্টমস গোয়েন্দারা। এ সময় দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ওই ফ্লাইটের টয়লেটে টিস্যু রাখার বক্সের নিচের চেম্বারে অভিনব কায়দায় লুকানো ৬৮টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধারকৃত বারগুলোর মোট ওজন ৭ কেজি ৮শ’ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দারা।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version