গতকাল সোমবার দুপুর ১টা ১০ মিনিটে বিজি-০৩৭ ফ্লাইটে ২৪১ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার পথে উড়াল দিয়েছে বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ। প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে তিন দিন অথ্যাৎ সোমবার, বুধবার ও শনিবার ঢাকা-মদিনা ফ্লাইট চলবে। এ ছাড়া ৩১ অক্টোবর থেকে বিমানের চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম রুটে ফ্লাইট শুরু হবে। এই রুটে ফ্লাইট চলবে বৃহস্পতিবার।
বিমানবন্দরের কনকোর্স হলে এক অনুষ্ঠানে বিমানের নতুন এই ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এনামুল বারী, এমডি মোকাব্বির হোসেন।