প্রচ্ছদ কর্পোরেট সংবাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রাশেদ সরওয়ার-এর পদোন্নতি লাভ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রাশেদ সরওয়ার-এর পদোন্নতি লাভ

0
রাশেদ সরওয়ার

বিশিষ্ট ব্যাংকার জনাব রাশেদ সরওয়ার সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন।

জনাব রাশেদ সরওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর ১৯৯৪ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে অফিসার হিসেবে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০০২ সাল থেকে অদ্যবধি শাহ্জালাল ইসলামী ব্যাংকে কর্মরত আছেন। দীর্ঘ ২৮ (আটাশ) বছরের অধিক ব্যাংকিং কর্মজীবনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার ম্যানেজিং ডিরেক্টরস অ্যাওয়ার্ড অর্জনসহ নানাবিধ সম্মাননায় ভূষিত হয়েছেন। তার নেতৃত্বে ব্যাংকের চট্টগ্রাম জোন বিগত বছর ব্যবসা, রিকভারি ও মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করে। তিনি দক্ষিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর গ্রামের এক সম্ভ্রান্ত ব্যাংকার পরিবারে জন্মগ্রহণ করেন।

জনাব রাশেদ সরওয়ার বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাণিজ্য, সম্পদ-দায় ও তারল্য ব্যবস্থাপনা-সহ ব্যাংকিং ও অর্থনীতি সংশ্লিষ্ট বিষয়ে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। ভবিষ্যতে তিনি রপ্তানী বহুমূখীকরণে অর্থায়ন-সহ সিএমএসএমই ও কৃষি বিনিয়োগ সম্প্রসারণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version