প্রচ্ছদ কর্পোরেট সংবাদ শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর আর্থিক স্বাক্ষরতা সেমিনার এর আয়োজন

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর আর্থিক স্বাক্ষরতা সেমিনার এর আয়োজন

0
শাহ্জালাল ইসলামী ব্যাংক

বৈধ পথে রেমিট্যান্স আহরণের লক্ষ্যে টাঙ্গাইল জেলায় ০৭ অক্টোবর ২০২৩ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এক আর্থিক স্বাক্ষরতা সেমিনাার এর আয়োজন করে। উক্ত আর্থিক স্বাক্ষরতা সেমিনারে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. আখতার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাছাড়া সেমিনারে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের সহকারী পরিচালক জনাব মোঃ শামীম আল মামুন নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ৩৫ জন অংশগ্রহণকারী ছিল যারা সবাই ছিল রেমিট্যান্স প্রেরণকারী পরিবারের সদস্য।

উক্ত আর্থিক স্বাক্ষরতা সেমিনার এর মূল উদ্দেশ্য টাঙ্গাইল জেলার মানুষকে হুন্ডির পরিবর্তে বৈধ পথে বিদেশ থেকে রেমিট্যান্স প্রেরণে অধিকতর উৎসাহিত করা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর করপোরেট প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বিভাগের প্রধান জনাব মোঃ আব্দুল মজিদ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল খালেক, করপোরেট প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইউনিট থেকে এভিপি জনাব মোঃ মনজুর রহমান এবং ব্যাংকের ফরেন রেমিট্যান্স ইনচার্জ জনাব শাকাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে সকল বক্তা জাতীয় অর্থনীতির বৃহত্তর স্বার্থে বৈধ পথে রেমিট্যান্স বাড়ানোর ওপর জোর তাগিদ প্রদান করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version