চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ আবু বকর ছিদ্দীক। পরিদর্শনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের ল্যাবসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং শিক্ষকদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।
মত বিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. সাঈদ সরফরাজ হামিদ, এক্সিম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান সাঞ্জীব চ্যাটার্জী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
একটি বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে তিনি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নতুন নতুন ফসল উদ্ভাবনের পরামর্শ দেন এবং তিনি এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য তাঁর পাক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।