প্রচ্ছদ বিশেষ খবর শীতেও বজায় থাকবে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল চুল

শীতেও বজায় থাকবে ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল চুল

0

গুটি গুটি পায়ে আসছে শীত। আর শীত এলেই খুশকিসহ নানা সমস্যা দেখা দেয় চুলে। এই শীতে চুলের সঠিক যত্ন ভুলছেন না তো? চলুন জেনে নেওয়া যাক শীতে কীভাবে চুলের যত্ন নিবেন-

– নিয়মিত শ্যাম্পুর আগে তেল ম্যাসাজ করতে পারেন। এছাড়া সপ্তাহে একদিন রাতে হট অয়েল ট্রিটমেন্টও জরুরি।

– অ্যাভোকাডো এবং অলিভ অয়েল দিয়ে বানিয়ে নিন হেয়ার মাস্ক।

– তৈলাক্ত চুলের জন্য ব্যবহার করতে পারেন পাকা কলা, ডিম এবং কমলার রসের মিশ্রণ।

– স্বাভাবিক চুলের জন্য দুধ, নারকেল তেল এবং অ্যালোভেরার মিশ্রণ ব্যবহার করুন।

– অতিরিক্ত ক্ষারযুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না। এর বদলে বেছে নিন স্মুদনিং কোনও শ্যাম্পু। তেলের গুণে সমৃদ্ধ থাকলে আরও ভালো।

– কন্ডিশনারের ব্যবহারকেও গুরুত্ব দিন। যাদের চুল অত্যন্ত পাতলা, তাদের বছরের অন্যান্য সময় কন্ডিশনার এড়ালেও চলে। কিন্তু শীতকালে কন্ডিশনার এবং তারপর সেরামের ব্যবহার গুরুত্বপূর্ণ।

– চেষ্টা করুন চুলের ওপর যেন বাড়তি কোনও চাপ না পড়ে। তাই হিটিং টুলসের ব্যবহার, খুব শক্ত করে চুল বাঁধা বা অতিরিক্ত কেমিক্যালযুক্ত প্রোডাক্টের ব্যবহার এড়িয়ে চলুন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version