প্রচ্ছদ বিনোদন নভেম্বরে শুরু হচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৯’

নভেম্বরে শুরু হচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৯’

0

আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে লোকসংগীতের মহা উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৯’। এ নিয়ে পঞ্চমবারের মতো আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনদিন ব্যাপী এবারের ফোক ফেস্ট-এর আয়োজন করেছেন সান ফাউন্ডেশন।

বিগত বছরের মতো এবারও অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে অনুষ্ঠানটি উপভোগ করার সুযোগ থাকছে। আগামী ৬ নভেম্বর থেকে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১০ নভেম্বর পর্যন্ত। দর্শকেরা নিবন্ধন করতে পারবেন ফোক ফেস্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এবার উৎসবে ৬টি দেশ থেকে ২০০ জনেরও বেশি লোকশিল্পী ও কলাকুশলী অংশ নেবেন।

আজ বুধবার ফোক ফেস্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ফোক ফেস্টের আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, স্কয়ার টয়লেট্রিজের হেড অব অপারেশনস মালিক মো. সাঈদ এবং প্রখ্যাত লোক সংগীতশিল্পী ফকির শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অঞ্জন চৌধুরী বলেন, ‘লোকসংগীতকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট শুরু করি। আয়োজনটি এখন উৎসবে পরিণত হয়েছে, লোকসংগীতের মিলনমেলাও বলা যায় এটি। প্রতিবারের মতো এবারও সবার সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, ২০১৫ সালে প্রথম ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version