প্রচ্ছদ বিদ্যুৎ ও জ্বালানী তেল-গ্যাস শেভরন কর্তৃক স্থানীয় অধিবাসীদের জন্য সহায়তা কার্যক্রম

শেভরন কর্তৃক স্থানীয় অধিবাসীদের জন্য সহায়তা কার্যক্রম

0

শেভরন স্থানীয় অধিবাসীদের সহায়তা করার জন্যে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় সম্প্রতি শেভরন স্থানীয় অধিবাসীদের ৮০টি গভীর ও অগভীর নলকূপ স্থাপনের প্রয়োজনীয় সারঞ্জমাদি ও মালামাল যেমন – হ্যান্ড পাম্প/পাইপ/ফিল্টার, ইত্যাদি দিয়ে সহায়তা প্রদান করেছে । এ উদ্যোগের ফলে শেভরন পরিচালিত বাংলাদেশের সবচেয়ে বেশী গ্যাস উৎপাদনকারী গ্যাস ফিল্ড বিবিয়ানার নিকটবর্তী কয়েকটি ইউনিয়নের প্রায় ৫৫০টি পরিবার সুপেয় পানি পানের সুব্যবস্থা নিশ্চিত হয়।

এ ছাড়াও সম্প্রতি শেভরন স্থানীয় অবকাঠামো উন্নয়নে বিভিন্ন নির্মান সামগ্রী সহায়তা দিয়েছে। বিবিয়ানা গ্যাস ফিল্ডের পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের ৫টি কাঁচা (মাটির তৈরী) রাস্তার মোট ১২৩০ মিটার উন্নয়নে প্রয়োজনীয় নির্মান সামগ্রী – ইট এবং বালি সরবরাহ করেছে। এর ফলে বিবিয়ানা গ্যাস ফিল্ডের নিকটকর্তী ৩টি ইউনিয়নে ৮,০০০ মানুষ উন্নত যোগাযোগের মাধ্যমে স্বাছন্দে যাতায়াত সম্ভব হয়েছে। পাশাপাশি, স্থানীয়ভাবে প্রায় ১০০০ মানুষের ঈদের নামাজ আদায়ের জন্যে একটি ঈদগাহ উন্নয়নে সহায়তা দিয়েছে ও একটি গ্রাম্য মসজিদের উন্নয়নে বিভিন্ন মালামাল যেমন – রড, সিমেন্ট, কলাপসিবল গেট ইত্যাদি সহায়তা প্রদান করেছে যাতে প্রায় ৩০০ মানুষ একসাথে জামাতে নামাজ আদায় করতে পারে।

বিশ্ব মহামারীর সংকটের মধ্যে চলমান শীত সমাজের পিছিয়ে পরা মানুষদের জন্যে অনেক অনেক কষ্টকর হওয়ায় শীতের তীব্রতা মোকাবেলায় শেভরন কম্বল সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহন করে। শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ড, মৌলভী বাজার গ্যাস ফিল্ড এবং মুচাই কম্প্রেশন ষ্টেশন এর পার্শ্ববর্তী ৮টি ইউনিয়নের শীতার্ত মানুষদের মাঝে সম্প্রতি ৪,০০০ কম্বল বিতরণ করেছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version