বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা কর্তৃক পরিচালিত শেরে বাংলা স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০১৯ এর ফলাফল আজ ২ জুন ২০২০ তারিখে প্রকাশ করা হয়েছে। ঢাকা জেলা, বরিশাল বিভাগ ও যশোর জেলার মোট ৫৩টি কেন্দ্রে অনুষ্ঠিত ৩য় থেকে ৮ম শ্রেণীর মোট ৪,৭১০ পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্মিলিত মেধা, বিভাগীয় মেধা ও সাধারণ মেধা কোটায় মোট ৪৬৬টি বৃত্তি দেয়া হয়েছে। সংস্থার ওয়েবসাইট www.bbks.org.bd এ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তাছাড়া বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীদের নিজ নিজ মোবাইলে বৃত্তিপ্রাপ্তির সংবাদ এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলেই প্রতিবারের মত এবারও আনুষ্ঠানিকভাবে বৃত্তির অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হবে। নির্দিষ্ট তারিখ ও স্থান যথাসময়ে সংস্থার ওয়েবসাইটে ও এসএমএস এর মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেয়া হবে।