প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম সর্বোচ্চ ১০ হাজার মানুষ এবার হজ পালনের সুযোগ পাবেন

সর্বোচ্চ ১০ হাজার মানুষ এবার হজ পালনের সুযোগ পাবেন

0

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে চলতি বছর শুধুমাত্র সৌদি আরবে বসবাসকারীরা হজ পালনের সুযোগ পাবেন। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে বসবাসকারীদের মধ্যে সর্বোচ্চ ১০ হাজার মানুষ হজের সুযোগ পাবেন।

মঙ্গলবার (২৩ জুন) বেশ কয়েকটি শর্তের ভিত্তিতে হজ পালনের সুযোগের কথা জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এসব শর্তের মধ্যে অন্যতম হলো-

এর আগে গত সোমবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, ১৪৪১ হিজরি মোতাবেক ২০২০ সালে আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বের হজ পালনকারীরা হজে অংশ নিতে পারবেন না। সীমিতভাবে সৌদি আরবে বসবাসকারী দেশটির নাগরিক অথবা প্রবাসীরা স্বাস্থ্যবিধি মেনে হজ পালনের সুযোগ পাবেন।

চলমান করোনাভাইরাস মহামারির হুমকির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২৮ জুলাই থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version