সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নুরুদ্দিন মোঃ সাদেক হোসাইন পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও প্রিন্সিপাল শাখার শাখা প্রধান ছিলেন। তিনি ১৯৯১ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামি ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি প্রাইম ব্যাংকে যোগদান করে বিভিন্ন পদে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে ২০০৩ সালে সাউথইস্ট ব্যাংকে যোগদান করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে ব্যাচেলর অফ সোশ্যাল সাইন্স ও মাস্টার্স অফ সোশ্যাল সাইন্স এবং পরবর্তীতে তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতোকোত্তর সম্পন্ন করেন।