আজ বুধবার দেশের দুই পুঁজিবাজারে সূচকের পতন দিয়ে শেষ হয়েছে সপ্তাহের চতুর্থ কার্যদিবস। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৪ দশমিক ৮৬ শতাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার দর কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৬৮ দশমিক ৮০ শতাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ৪৫৬ কোটি ৭১ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ১ হাজার ৪০৩ টাকার শেয়ার।
ডিএসইর তথ্য অনুযায়ী, ১ লাখ ৩৩ হাজার ৭৬৬ বারে ১১ কোটি ২৯ লাখ ১৯ হাজার ৪৬২টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির কমেছে ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮১৭ পয়েন্টে।
অপরদিকে সিএসইর সার্বিক সূচক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭২৮ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কম্পানির।