প্রচ্ছদ পুঁজিবাজার সূচকের উত্থান-পতনে লেনদেনে শেষ

সূচকের উত্থান-পতনে লেনদেনে শেষ

0

আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে আগের দিনের তুলনায় কিছুটা লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক (ডিএসইএক্স) দশমিক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৮২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬২৭ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৪৩ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৫৮ কোটি ১৪ লাখ টাকা বেশি। আজ ডিএসইতে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৩৫ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version