প্রচ্ছদ পুঁজিবাজার সূচক ও লেনদেনের উত্থানে লেনদেন শেষ

সূচক ও লেনদেনের উত্থানে লেনদেন শেষ

0

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সপ্তাহের শেষ কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৮৩ পয়েন্ট। এদিন ডিএসইতে ৭০০ কোটির ঘর অতিক্রম করেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচক ও লেনদেন বেড়েছে বড় ব্যবধানে।

বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৮৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৩৬ পয়েন্টে।

ডিএসইতে আজ ৭৩০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৭৩ কোটি ৩৭ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৬৫৭ কোটি ১৯ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৯টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯১০ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ৭৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version