দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) -এর অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের পরীক্ষা ফি ও আনুষঙ্গিক খরচাদি অনলাইন-এ আদায়করণের নিমিত্ত সোনালী ব্যাংক লিমিটেড এবং দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) এর মধ্যে বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সোনালী ব্যাংক লিমিটেড এর পক্ষে চীফ ফিন্যান্সিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস, এফসিএমএ, এফসিএ এবং আইবিবি এর পক্ষে মহাসচিব মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী স্বাক্ষর করেন। এ সময় সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, আইবিবি এর সচিব প্রকাশ চন্দ্র বৈরাগী এবং সোনালী ব্যাংক লিমিটেড ও আইবিবি এর অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ব্যাংকিং ডিপ্লোমা পরিক্ষায় অংশগ্রহণকারী সকল কমকর্তাগণ অনলাইনে পরিক্ষার ফি জমা দানের মাধ্যমেই পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন।