প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম সৌদি আরবে পনেরো হাজারের বেশি অভিবাসী আটক

সৌদি আরবে পনেরো হাজারের বেশি অভিবাসী আটক

0
অভিবাসী

সৌদি আররেব আবাসন বিধি, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে অভিযান চালিয়ে ১৫ হাজার ৩৯৯ অভিবাসী কে আটক করেছে সৌদি সরকার। খবর আরব নিউজ।

সৌদির সব অঞ্চলে অভিযান চালানো হয়। আর তাতেই আবাসন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আটক হন ৭ হাজার ২৯২ জন, ১ হাজার ৭৩৪ জন আটক হন শ্রম আইন লঙ্ঘন করায়। আর ৬ হাজার ৩৭৩ জন আটক হন সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে।

আরও পড়ুন : মালয়েশিয়ায় ৪৮ অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বেআইনিভাবে সৌদি সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে গিয়ে আটক হয়েছে ২৭৮ জন। এ ছাড়া প্রতিবেশী দেশগুলোয় প্রবেশের চেষ্টা করায় ১৮ জনকে আটক করা হয় এবং নিয়ম লঙ্ঘনকারীদের পরিবহন সহায়তা ও আশ্রয় দেওয়ার জন্য ১৭ জনকে আটক করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশকারীদের পরিবহন, আশ্রয় বা অন্য কোনও ধরনের সুবিধা দেবে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সেই সঙ্গে ২ লাখ ৬০ হাজার ডলার জরিমানাও গুনতে হতে পারে। যেসব পরিবহন এবং বাড়িতে নিয়মলঙ্ঘনকারীদের সুবিধা দেওয়া হবে সেগুলোও জব্দ করা হবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version