দি গ্লোবাল ইকোনমিক্স লিমিটেড স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহমেদকে “বেস্ট এন্টারপ্রেইনার ইন ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ” খেতাবে ভূষিত করেছে। সেই সাথে সংস্থাটি ২০২১ সালের জন্য ব্যাংকটিকে “বেস্ট ব্যাংক ফর সাসটেইনেবল বিজনেস ট্রান্সফর্মেশন ইন বাংলাদেশ” হিসেবে আখ্যায়িত করেছে। লন্ডন ভিত্তিক বিশ্বব্যাপী স্বীকৃত আর্থিক প্রকাশনা প্রতিষ্ঠান দি গ্লোবাল ইকোনমিক্স লিমিটেড বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত আর্থিক এবং অ-আর্থিক প্রতিষ্ঠানসমূহের দক্ষতা, সামর্থ্য, সক্ষমতা এবং অর্থনৈতিক অবদান প্রভৃতি বিশ্লেষণ করে পুরস্কারের জন্য মনোনীত করে থাকে। স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ব্যাংকটির সম্মানিত চেয়ারম্যান জনাব আকরাম বাংলাদেশের ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই পুরষ্কারে ভূষিত হলেন।
স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার রাশেদ মাকসুদ-এর উপস্থিতিতে ব্যাংকের মাননীয় চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহমেদ গত ২০ জানুয়ারি ২০২২ তারিখে দুবাইয়ের শাংরি-লা হোটেলে অনুষ্ঠিত অ্যানুয়াল গ্লোবাল ইকোনমিক্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণ শেষে জনাব কাজী আকরাম উদ্দিন আহমেদ দি গ্লোবাল ইকোনমিক্স লিমিটেড-এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন, “এই পুরস্কার স্ট্যান্ডার্ড ব্যাংকের সক্ষমতার স্বীকৃতি। আন্তর্জাতিক পর্যায়ে প্রাপ্ত এই পুরস্কার আমাদেরকে প্রতিশ্রুত সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানে উৎসাহিত করবে”।
খন্দকার রাশেদ মাকসুদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “কোভিড মহামারীর কঠিন সময়ে একটি ২১ বছরের কনভেনশনাল ধারার ব্যাংককে সম্পুর্ণরূপে রুপান্তর করার চ্যালেঞ্জিং কাজটি সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতি হচ্ছে এই পুরস্কার। আমরা আমাদের ক্লায়েন্ট, নিয়ন্ত্রক সংস্থা এবং স্টেকহোল্ডারদের স্ট্যান্ডার্ড ব্যাংকের উপর তাদের অবিচ্ছিন্ন আস্থা রাখার জন্য ধন্যবাদ জানাই”।
সম্প্রতি ১৩৮টি শাখাসহ সকল ব্যাংকিং কার্যক্রমকে কনভেনশনাল ধারার ব্যাংকিং থেকে সফলভাবে সম্পুর্ণ শরি‘আহ ভিত্তিক ইসলামি ধারায় রুপান্তরের স্বীকৃতিস্বরুপ স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেস-এর আয়োজনে অনুষ্ঠিত “গ্লোবাল সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১” অনুষ্ঠানে সাসটেইনেবল বিজনেস ক্যাটাগরিতে “বিজনেস ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড-২০২১” অর্জন করে।