প্রচ্ছদ কর্পোরেট সংবাদ স্ট্যান্ডার্ড ব্যাংক-এর “ডিজিব্যাংকিং” অ্যাপ থেকে এখন টাকা পাঠানো যাবে “নগদ”- এ

স্ট্যান্ডার্ড ব্যাংক-এর “ডিজিব্যাংকিং” অ্যাপ থেকে এখন টাকা পাঠানো যাবে “নগদ”- এ

0

স্ট্যান্ডার্ড ব্যাংক এর সকল গ্রাহক এখন তাদের স্ট্যান্ডার্ড ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোবাইল ব্যাংকিং অ্যাপ “ডিজিব্যাংকিং” ব্যবহার করে যেকোনো সময় যেকোনো স্থান থেকে তাৎক্ষণিক বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস “নগদ”-এর যেকোনো ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। এ উপলক্ষে ০৭ নভেম্বর ২০২১ তারিখে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই “ফান্ড ট্রান্সফার” সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, সিআইটিও সুফী তোফায়েল আহ্মেদ, সিএফও ও ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ এবং “নগদ”-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version