কোভিড-১৯ বা করোনা ভাইরাস এর জন্য বিদ্যমান জরুরী অবস্থায় স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিষয়ক প্রয়োজনে জন মানুষের পাশে দাঁড়াল এনআরবিসি ব্যাংক। এই দুর্যোগ মুহূর্তে দেশের জনস্বার্থে এনআরবিসি ব্যাংক লিমিটেড দেশের ও বিদেশের স্বনামধন্য ও বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারদের সমন্বয়ে একটি হেলথ ডেস্ক চালু করেছে। উল্লেখিত হেলথ ডেস্কটি হতে এই বিশেষজ্ঞ টিম এর তত্ত্বাবধানে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সর্বাত্মক পরামর্শ প্রদান ও আক্রান্তদের বিশেষ করণীয় সংক্রান্ত তথ্য সহায়তা দিয়ে থাকবে। দেশের এই ক্রান্তিকালে মানুষের সেবা প্রদানই ব্যাংকের মূুল উদ্দেশ্য। ভবিষ্যতে এনআরবিসি ব্যাংক লিমিটেড এই সেবা কার্যক্রম আরও বড় পরিসরে প্রদান করার আশা ব্যক্ত করছে।
জনস্বার্থে সরকারের পাশাপাশি এনআরবিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ সেবা প্রদান করবে। বিনা খরচে জনকল্যাণের লক্ষ্যে এনআরবিসি ব্যাংক এর এই হেল্থ ডেস্ক থেকে দেশের যেকোন প্রান্ত থেকে সমাজের সকল শ্রেণীর মানুষকে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান করা হবে। সেবা গ্রহণ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নি¤েœাক্ত যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা যাবে: