প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম হজযাত্রীরা অতিরিক্ত ১২০০ ডলার সঙ্গে নিতে পারবেন

হজযাত্রীরা অতিরিক্ত ১২০০ ডলার সঙ্গে নিতে পারবেন

0

হজের সার্বিক খরচ ব্যতীত প্রত্যেক হজযাত্রীরা ১ হাজার ২০০ ডলার বা এর সমপরিমাণ অন্যান্য বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। তবে হজযাত্রীদের ক্ষেত্রে ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না।

সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত সব খরচ ও বৈদেশিক মুদ্রা বহন সংক্রান্ত এ নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, একজন হজযাত্রী নির্ধারিত সব খরচ বাদ দিয়ে ১২০০ ডলার বা এর সমপরিমাণ অর্থ সঙ্গে নিতে পারবেন।

এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন। আগামী ৫ই জুন থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version