দিনাজপুরের হিলি স্থলবন্দরে দোলযাত্রা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) বন্দরের ইমিগ্রেশন পুলিশ ও বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দোলযাত্রা উপলক্ষ্যে মঙ্গলবার পণ্য আমদানি-রফতানি না করার বিষয়টি ভারতীয় হিলি ইমপোর্টার এন্ড এ´পোর্টার অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে জানিয়েছে। এ কারণে সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার থেকে যথারীতি আমদানি-রফতানি শুরু হবে।
বন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা সেকেন্দার আলী জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।