প্রচ্ছদ শিল্প বানিজ্য অর্থনীতি ১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু

১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু

0
বাণিজ্য মেলা

আগামী ১ জানুয়ারি (বুধবার) থেকে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)-২০২০ শুরু হচ্ছে। রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫০টি প্যাভিলিয়ন ও স্টল থাকছে।

প্রতিবছরের মতো এবারও বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুারো (ইবিপি) যৌথভাবে মেলার আয়োজন করেছে।

ইপিবির মহাপরিচালক অভিজিৎ চৌধুরী জানান, ইতোমধ্যে মেলার সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। দেশীয় ও বিদেশি দর্শণার্থীদের জন্য সব ধরনের নিরাপত্তা নেয়া হয়েছে। মেলা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

এবছর মেলায় প্রবেশের মূল্য ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের জন্য পূর্বের মূল্যই অথ্যাৎ ২০ টাকা রাখা হয়েছে। এবারও অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা রাখা হয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version