ত্রিশটি ইন্টারনেট সার্ভিস প্রভাইডারের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএসপি (ক্যাটাগরি-সি) লাইসেন্সের শর্ত মতে, লাইসেন্সধারী প্রতিষ্ঠানের অধীনে ইস্যু করা লাইসেন্সের মেয়াদ ৫ বছর উত্তীর্ণ হওয়ার ১৮০ দিন আগেই নবায়নের জন্য আবেদন করতে হয়। যেসব প্রতিষ্ঠান তাদের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেনি, সেসব প্রতিষ্ঠান অবৈধ ও অকার্যকর।
এতে আরও বলা হয়, যেসব প্রতিষ্ঠান এর আগে প্রাপ্ত আইএসপি লাইসেন্স সমর্পণের জন্য আবেদন জানিয়েছে এবং যেসব আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠান জোনাল ও নেশনওয়াইড আইএসপি লাইসেন্সপ্রাপ্ত হয়েছে; সেসব প্রতিষ্ঠানের আইএসপি লাইসেন্স অকার্যকর। এসব লাইসেন্সের অধীনে এখন সব কার্যক্রম অবৈধ। বিটিআরসি প্রতিষ্ঠানগুলোকে কমিশনের সব পাওনা বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে ১ মাসের মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দিয়েছে।