দেশের রপ্তানীমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ১০,০০০ (দশ হাজার) কোটি টাকার একটি রপ্তানী সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল গঠন করে। উক্ত তহবিলের আওতায় ৪ শতাংশ হারে বিনিয়োগ সুবিধা প্রদান করবে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ৩০ জানুয়ারি ২০২৩ইং তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার এর উপস্থিতিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন এন্ড পলিসি বিভাগের (বিআরপিডি) পরিচালক মাকসুদা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত চুক্তিপত্র শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার এর নিকট হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, বাংলাদেশ ব্যাংকের এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ঊর্ধ্বতণ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।