ঘন কুয়াশায় কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ভিজিবিলিটি কম থাকায় ফ্লাইট উঠানামা বন্ধ থাকার পর আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ৯টা থেকে আবারও বিমানের ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে।
ঘন কুয়াশার কারণে রাত সোয়া তিনটা থেকে বিমানের উঠানামা বন্ধ ছিল। কুয়াশার কারণে রানওয়ে এলাকার দৃষ্টিসীমা (সাধারণ ভিজিবিলিটি) ১০০ মিটারে নেমে আসায় বাংলাদেশ বিমানের কুয়ালালমপুর ও দুবাই থেকে আসা দুটি ফ্লাইট ফেরত যায় এবং কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
একই কারণে সৌদি এয়ারলাইন্স ও এমিরেটস এয়ারলাইন্সের দুটি ফ্লাইট যাত্রা করতে পারেনি। সকাল থেকে অভ্যন্তরীণ কোনো রুটে কোনো ফ্লাইট নির্ধারিত গন্তব্যে যেতে পারেনি। এরমধ্যে নভোএয়ারের চারটি ফ্লাইট ও ইউএস বাংলা এয়ারলাইন্সের তিনটি ফ্লাইট রয়েছে।
এরপর ঘন কুয়াশা কেটে গেলে ভিজিবিলিটি বেড়ে যাওয়ায় সকাল সোটা ৯টা থেকে ফের ফ্লাইট ওঠানামা শুরু হয়।