প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ফ্রেন্ডস’ ফেডারেশন এস.এস.সি ১৯৯৮- এইচ.এস.সি ২০০০ এর বর্ষপূর্তি অনুষ্ঠান ”সৌহার্দ্যরে ‘৯৮” অনুষ্ঠিত

ফ্রেন্ডস’ ফেডারেশন এস.এস.সি ১৯৯৮- এইচ.এস.সি ২০০০ এর বর্ষপূর্তি অনুষ্ঠান ”সৌহার্দ্যরে ‘৯৮” অনুষ্ঠিত

0

ফ্রেন্ডস’ ফেডারেশন এস.এস.সি ১৯৯৮- এইচ.এস.সি ২০০০ এর বর্ষপূর্তিতে আয়োজিত ”সৌহার্দ্যরে‘৯৮” অনুষ্ঠানটি গত ১৩ই নভেম্বর, ২০২০, শুক্রবার সাভারের হেমায়েতপুরে অবস্থিত লাজপল্লী কনভেনশন সেন্টার ও হলিডে হোমে অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে ১৯৯৮ সালে এস.এস.সি পাশ করা বিভিন্ন স্কুলের সাতশত এর অধিক বন্ধুরা অংশগ্রহণ করেন। মোঃ হুমায়ন কবির (আর জে নিরব) এবং সুলতানা উর্মির সঞ্চালনায় বন্ধুদের পরিচয়পর্ব, আড্ডা এবং মনোজ্ঞ সাং¯কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি উৎসবমূখর হয়ে ওঠে। অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন গ্রুপ সংগঠক রিমন, নজরুল, লিমি, বুলু, মেহেদী, শিপন, পলি, নিলু, মাসুম, জাহিদ, মাহিদ, ফারুক এবং নুরুল্লাসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা । উক্ত অনুষ্ঠানে সকল বন্ধুদের ঐক্য, সৌহার্দ্য এবং অভিন্ন স্বত্তার বন্ধনে গড়া ঐক্যের’ ৯৮ গড়ে তোলার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version