A-Challan সফটওয়্যার ব্যবহার করে সোনালী ব্যাংক লিমিটেড এর সকল শাখার মাধ্যমে/অনলাইনে ই-পাসপোর্ট ফি প্রদান করা যাবে। উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব নাজমা মোবারেক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ আতাউর রহমান প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শিহাব উদ্দিন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ ও অন্যান্য নির্বাহীবৃন্দ, অর্থ মন্ত্রণালয়, SPFMS, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এর নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।